শাহদাত, জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার চ্যানেল ৭১ এর অনলাইন টক শো অনুষ্ঠানে রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে মামলা নিয়ে বিষয়ে অনলাইন টক শোতে আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, যে অপরাধগুলোর কারণে সাহদ মূল অপরাধী হিসেবে পরিচিতি হলো, গণমাধ্যম সরব হলো, তার একটি হচ্ছে কোভিড ভাইরাস চিকিৎসা।এর কারণে তার পুরোটাই দুর্নীতির চিত্র আমাদের সামনে এসেছিলো, সেই মামলাগুলোকে ছাড়িয়ে আমরা এখন অবৈধ অস্ত্র মামলাগুলো নিয়ে আলোচনা দেখতে পাচ্ছি।
[৩] নাঈমুল ইসলাম খান বলেন, আমরাতো এগুলো নিয়ে আলোচনা করার কথা না। এই আলোচনার কারণে আমার বিরক্তি তৈরি হচ্ছে। আমি হতাশ এবং আমার মন খারাপ। আমি যে মুহুর্তে মামলাটাতে দেখলাম একটা অস্ত্র সেটা আবার রিমান্ডে থাকা অবস্থায় উদ্ধার করা হলো।
[৪] তিনি বলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে, সাহেদকে নিয়ে আলোচনা করছি অস্ত্রের কিন্তু তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আসে নাই যে সে অস্ত্র নিয়ে এতজনকে গুলি করে হত্যা করে মেরেছে। সুতরাং এটা কেনো সামনে চলে আসছে?
[৫] নাঈমুল ইসলাম খান বলেন, আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে প্রথমে কারো কাছে কিছু না পেলে তাকে আটকে রাখার জন্য এই রকম কিছু করে। এখন আমার যেটা গভীর সন্দেহ তাকে আটকে রাখার জন্য সে যেন দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য একটা ছোট খাটো অপরাধে কিছুদিন জেলে রাখলে একটা উপযুক্ত পরিবেশে সে হাইকোর্ট, সুপ্রিমকোর্টে গিয়ে সে জামিন নিয়ে বেরিয়ে আসবে। আর কোনো কিছু আলোচনা হবে না। সম্পাদনা: রাশিদ রিয়াজ