শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে ভিন্নরকম চ্যালেঞ্জ জিততে হবে ধোনিকে

স্পোর্টস ডেস্ক: [২] বরাবরের মতো এবারের আইপিএলেও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই নামছে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। দলের গড় বয়স ৩১ হওয়ায় নিন্দুকরা ‘ড্যাডিস আর্মি’ বলেও কটাক্ষ করে থাকে চেন্নাইকে। তবে বয়স যে কোনো বাধা নয়, তা প্রতি আসরেই প্রমাণ করে মহেন্দ্র সিং ধোনির দল।

[৩] তবু ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের মতে, এবারের আইপিএলে ব্যাটিং-বোলিংয়ের চেয়ে খেলোয়াড়দের বয়সের বিষয়টা নিয়েই বেশি ভাবতে হবে ধোনিকে। কেননা অতিরিক্ত বয়স্ক খেলোয়াড়রা ব্যাটিং-বোলিং ভালোভাবে করতে পারলেও, ফিল্ডিং করার সময় জড়তা দেখা যায় সবসময়ই।

[৪] স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে বাঙ্গার বলেছেন, ‘অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির অনেক অভিজ্ঞতা রয়েছে। তার দলেও সব অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু সে মাঠে কীভাবে এসব অভিজ্ঞ খেলোয়াড়দের সাজাবে, তা দেখতে মুখিয়ে রয়েছি আমি। আমি মনে করি না, ব্যাটিং বা বোলিং নিয়ে তার সামনে আর কোনো চ্যালেঞ্জ থাকবে।’

[৫] ‘ধোনির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে টি-টোয়েন্টি ফরম্যাট বিবেচনায় ফিল্ডিংয়ের বিষয়টি যথাযথ রাখা। কেননা এই ফরম্যাটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিনিয়র খেলোয়াড়দের নিয়ে সে কীভাবে ফিল্ডিং পরিচালনা করবে, সেটিই দেখার। আমার মতে, অধিনায়ক হিসেবে তার সামনে এটিই বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’

[৬] তবে ধোনি নিজেও মেনে নিয়েছেন, ফিল্ডিং ডিপার্টমেন্ট হিসেবে তার দল কখনও সেরা অবস্থায় থাকবে না। গত আইপিএল চলাকালীন সময়ে তিনি বলেছিলেন, ‘আমরা কখনও ফিল্ডিংয়ের দিক থেকে দুর্দান্ত দল হতে পারব না। তবে নিরাপদ ফিল্ডিং করতে পারব। হয়তো কিছু রান ছুটবে এদিক-সেদিকে। তবে ব্যাটিং-বোলিংয়ে আমাদের অভিজ্ঞতটা কাজে লাগবে।’-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়