মো. রিপন মিয়া কলমাকান্দা: [২] নেত্রকোনার কলমাকান্দায় মাছ ধরতে গিয়ে জামাল মিয়া (৩২) এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে সে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
[৩] স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে রুবেল ও জামাল দুই ভাই মাছ ধরতে গিয়ে জামাল মহাদেও নদীতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দিলে কলমাকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জামালের খোঁজ মিলেনি। রংছাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহেরা খাতুন ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী