এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ডে নাইট হসপিটালের সামনে কাটাখালি (পিডিবির) বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
[৩] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানান, মরদেহটি দেখে লোকজন খবর দিলে পুলিশ আসে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে মারা যাওয়া ব্যক্তি হিন্দুধর্মের ছিলেন।
[৪] তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছে মারা যাওয়া ব্যক্তি মাঠের মাঝে শুয়ে থাকতে দেখেন। লাশের পরিচয় জানার জন্য পিবিআইকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ