শিরোনাম
◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা ◈ কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল, অবৈধই থাকল বিএনপি প্রার্থীর ◈ ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রীয়াজের বিশেষ আহ্বান ◈ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের, সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান আইএসপিআর প্রধানের

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

তিনি বলেন, পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চোরাচালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি। 

তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন। 

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি আফগান প্রশাসনকে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান তথাকথিত ভালো ও খারাপ তালেবানের মধ্যে কোনো বিভাজন স্বীকার করে না এবং সব সন্ত্রাসীকেই একইভাবে বিবেচনা করে। তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তান আফগান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছে। এছাড়া আফগানিস্তানে মার্কিন বাহিনী রেখে যাওয়া অস্ত্রই এখন সন্ত্রাসীদের ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, আফগান তালেবান সরকার আর কতদিন ‘অন্তর্বর্তী’ থাকবে।

তিনি জানান, ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ২০৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সব আত্মঘাতী হামলাকারীই আফগান নাগরিক বলে দাবি করেন তিনি। 

আইএসপিআর প্রধান আরও জানান, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী মোট ৪,৯১০টি অভিযান পরিচালনা করেছে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়