শাহীন খন্দকার : [২] এসময়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের মহামারীর মাঝেও নির্মাণ শ্রমিকেরা ফ্লোরের নির্মাণ কাজ ৯৫ শতাংশ, ইটের কাজ ৭৫ শতাংশ সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এই প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে ২তলা বেজমেন্টসহ ১১তলা ভবনের ১১তলা পর্যন্ত ফ্লোর নির্মাণ ও ছাদের কাজ সম্পন্ন হয়েছে।
[৩] প্লাস্টার কাজ সম্পন্ন হয়েছে ৪৫ শতাংশ, ফিনিশিং ওয়ার্ক, বেস প্যানেল, টেরাকোটা প্যানেল, এলমোনিয়াম লুবার, এলমোনিয়াম শীটসহ অন্যান্য কাজ এগিয়ে চলছে। বুধবার ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কার্যক্রম পরিদর্শন করেন।
[৪] এসময়ে প্রকল্প পরিচালক বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।
[৫] উপ-প্রকল্প পরিচালক সহকারী অধ্যাপক ডা. মো. নূর ই এলাহী, পরামর্শক দাতা প্রতিষ্ঠান সানজিন ইঞ্জিনিয়ারিং এন্ড অর্কিটেক্ট এর প্রধান কনস্ট্রাকশন ম্যানেজার মি. জাংগ হোবিন ডেপুটি কনস্ট্রাকশন ম্যানেজার শ্রীকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
[৬] উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে প্রথম নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল স্বাস্থ্যও রোগী বান্ধব সুবজ হাসপাতাল। হসপিটাল ইনফরমেশন সেন্টার চালুসহ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা হবে।
[৭] এখানে রোগীরা সাশ্রয়ীমূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাবেন এবং স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত উম্মোচন করবে। বিশেষ করে এখানে বিশ্বমানের চিকিৎসা সেবার পাশাপাশি উন্নত গবেষণা ও প্রশিক্ষণের দিগন্ত প্রসারিত হবে।