রেজাউল করিম: [২] অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ ক্রেতারা যাতে জিম্মি না হয় সেই লক্ষ্য নিয়ে বেলকুচিতে পিয়াজের বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে বেলকুচির প্রাণকেন্দ্রে অবস্থিত মুকুন্দগাঁতি বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।
[৩] ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শিস।
[৪] এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শিস জানান, কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ ক্রেতাদের উর্ধ্ব মূল্যে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই আমরা বাজর মনিটরিং করছি। যাতে উপযুক্ত মূল্য দিয়ে ক্রেতারা পিয়াজ কিনতে পারে। আগামী দিনগুলোতে এই মনিটরিং অব্যহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ