শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাইতিসহ চার দেশের নাগরিকের ওপর থেকে সুরক্ষা তুলে নিচ্ছেন ট্রাম্প

লিহান লিমা: [২] টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস (টিপিএস ) পদ্ধতির আওতায় এই দেশগুলোর হাজারো নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অধিকার পেতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাস করা এল সালভাদর, নিকারাগুয়া, হাইতি ও সুদানের শত শত নাগরিকদের ওপর থেকে এই মানবিক সুরক্ষা তুলে নিতে চাইছে। সোমবার দেশটির আপিল কোর্টের রায়ে বলা হয়েছে, ট্রাম্প এটি কার্যকর করতে পারবেন। আল জাজিরা

[৩] ১৯৯০ সাল থেকে গৃহিত এই টিপিএস পদ্ধতির আওতায় প্রাকৃতিক দুর্যোগ ও গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলার নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে সুরক্ষা প্রদান করা হয়ে আসছে। কিন্তু ট্রাম্প প্রশাসন কয়েকটি দেশের জন্য এটি বন্ধ করতে চাইছেন।

[৪] আদালত বলছে, বিদেশী দেশগুলোর জন্য রাখা টিপিএস মর্যাদার আওতাভুক্ত থাকা পর্যন্তই কার্যকর হবে। দেশগুলো পরিস্থিতি কাটিয়ে উঠলে তা রদ করা যাবে।

[৫] আমেরিকান সিভিল রাইট ইউনিয়ন বলছে, ট্রাম্প বর্ণবাদী মানসিকতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৭ সালে ট্রাম্প বলেছিলেন, হাইতি থেকে অভিবাসীরা এইডস নিয়ে আসছে ও নাইজেরিয়রা একবার যুক্তরাষ্ট্রে আসার পর আর কখনোই আফ্রিকায় ফেরত যাবে না। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই দেশগুলোর লাখো অধিবাসী ও তাদের পরিবার ঝুঁকিতে পড়বে।

[৬] টিপিএস সুরক্ষার আওতায় বিশ্বের মোট ১০টি দেশের ৪ লাখের বেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়