শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানচর রোহিঙ্গাদের জন্য কতোটা বাসযোগ্য এটি মুল্যায়ন করা হবে: অ্যামনেস্টি

দেবদুলাল মুন্না: [২] মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশাল নিজস্ব ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, , গত মে মাসে বাংলাদেশ সরকার ৩০০ এর অধিক রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তর করেছে। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি বালুচর, যার বাসযোগ্যতা নিয়ে জাতিসংঘ এখনও তার মূল্যায়ন জানানোর অপেক্ষায়। অ্যামনেস্টি এটি মুল্যায়ন করার জন্য জাতিসংঘকে এরিমধ্যে অনুরোধ করেছে।

[৩] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের কার্যালয়ের পরিচালক ডেভিড গ্রিফিথস বলেছেন, 'দশকের পর দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছেন , তাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে কয়েক লাখ রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের আশ্রয়দাতা দেশগুলোও রোঙ্গিাদের নিজেদের অধিকারের বিষয়ে কিছু বলতে দিচ্ছে না।

[৪] "লেট আস স্পিক ফর আওয়ার রাইটস" শীর্ষক এই ব্রিফিংয়ে দাবি করা হয়, 'বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সহায়তায় অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে রোহিঙ্গাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়া চলমান সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনে প্রভাব ফেলা যেকোন সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ ও নিজেদের কথা বলার অধিকার দেয়া আবশ্যক।সিদ্ধান্তগ্রহণে রোহিঙ্গা শরণার্থীদের অংশগ্রহণ না থাকার কারণে তাদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়