শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেবাস সংক্ষিপ্ত করতে তিন বিকল্প পরিকল্পনা শিক্ষা বিশেষজ্ঞদের

শিমুল মাহমুদ : [২] বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) মাধ্যমিকের জন্য রিকভারি প্ল্যান তৈরি করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) তৈরি করেছে প্রাথমিকের জন্য রিকভারি প্ল্যান। আর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় খোলার আগে প্রস্তুতি নিতে শিক্ষক শিক্ষার্থীদের জন্য গাইডলাইন তৈরি করে এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৩] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, যেহেতু এখনও বলা যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তাই আমরা কয়েকটা পরিকল্পনা করে রেখেছি। অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে যেটুকু সময় পাওয়া যাবে তার মধ্যে একটা শর্ট সিলেবাস তৈরি করা হচ্ছে। আবার নভেম্বরেও যদি বিদ্যালয় খুলে যায় সেই হিসাব করে একটি সিলেবাস তৈরি করা হচ্ছে। সময় স্বল্পতার কারণে কারিকুলাম ও সিলেবাস সংক্ষিপ্ত করা হচ্ছে। আমরা সবধরনের প্রস্তুতি নিয়ে রাখব। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

[৪] মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পেলেই তা বাস্তবায়নে উদ্যোগ নেব।

[৫] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম উল হাসান বলেন, আমার এক কোটি ৪০ লাখ সন্তান, তাদের নিরাপত্তা তো দেখতে হবেই। বিদ্যালয় পাঠদানে প্ল্যান তৈরি করবে। আমরা সে প্ল্যানে গাইডলাইন অনুসরণ করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিই। আমরা টেলিভিশন, রেডিও এবং ফোনের মাধ্যম পাঠদান করে যাচ্ছি। ৮৪ ভাগ শিক্ষার্থী এভাবে শিক্ষাগ্রহণ করছে। যে ১৬ ভাগ রয়েছে তাদের জন্য কিছু করা বড় চ্যালেঞ্জ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়