ইসমাঈল ইমু : [২] পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেসের (বিএসএফ) মধ্যে দ্বিবার্ষিক আলোচনায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
[৩] অন্যদিকে ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ ডিজি রাকেশ আস্তানা। বৈঠক চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বৈঠকে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিভাগ ও সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
[৪] বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে সীমান্ত হত্যা ছাড়াও সীমান্তে মাদক চোরাচালান, নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র-গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ