শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকাসক্ত দুর্নীতিবাজদের পুলিশে স্থান নেই: আরএমপি নতুন কমিশনার

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশের সদস্যদের বলেছি, পুলিশে খারাপ লোকের কোনো দরকার নেই। মাদকাসক্ত, দুর্নীতিবাজ-কারোর স্থান নেই পুলিশে। এসব যদি করতে হয় তাহলে পুলিশ বাহিনীতে থাকার দরকার নেই।

[৩] এমনকি পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদক ব্যাবসায়ী ও মাদকাসক্ত বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

[৪] শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলে পুলিশ কমিশনার। এসময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোরগোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি।যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

[৬] রাজশাহীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, আপনারা জাতির কর্ণধার। আপনাদের সহযোগিতাই একটি সুন্দর ও নিরাপদ সমাজ তৈরিতে ভূমিকা রাখবে। আপনারা বস্তুনিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

[৭] এসময় সাংবাদিকরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যুগের পর যুগ মেট্রোপলিটন পুলিশে থাকা, মাদক দিয়ে নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানো, সাইবার ক্রাইম ইউনিট সচল করা, মাদক, জুয়া, কিশোর অপরাধ ও দেহ ব্যবসা বন্ধে নয়া পুলিশ কমিশনারকে নানা ধরনের পরামর্শ দেন। কমিশনার সেইসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কাজ করবেন বলে জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়