শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ আটক-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউপি সংলগ্ন নাফনদীর তীর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৩] আটক হলেন,হোয়াইক্যং ইউপি খারাংখালী মহেশখালী পাড়ার জলাল আহম্মেদের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬)।

[৪] শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান,জীম্বংখালী বিওপি একটি বিশেষ টহলদল নিয়মিত টহলে গেলে। ৫নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে।এমন তথ্যে উক্ত স্থানে টহলদল অবস্থান নেয়।

[৫] কিছুক্ষণ পরে তিনজন ইয়াবা পাচারকারীকে স্লুইচ গেইট এলাকার ৪০০মিটার উত্তর দিক দিয়ে বেড়িবাঁধের উপর উঠতে দেখে টহলদল সদস্যরা চ্যালেঞ্জ করে।পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টহলদল তাদের পিছু ধাওয়া করে এক যুবককে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়।এসময় কৌশলে দুইজন পালিয়ে যায়। পরে প্লাস্টিকের বস্তাটি খুলে গণনা করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যে মানের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

[৬] তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়