শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা ফর্ম কিনেছিল সবাইকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৯ জন প্রার্থীতা নিয়ে অনাপত্তি আগের দিনই ধার্য করেছিল নির্বাচন কমিশন। আজ সব প্রার্থীর বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন।

[৩] আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) যাচাই-বাছাই করে প্রার্থীদের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের প্রধান কমিশনার মেজবাহ উদ্দীন, কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু।

[৪] প্রধান কমিশনার মেজবাহ উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু মনোনয়নপত্রগুলো নিয়ে কোন আপত্তি ছিল না। তাছাড়া ফর্মেও কোন ত্রুটি-বিচ্যুতি নেই। সেহেতু ৪৯ প্রার্থীকে বৈধতা ঘোষণা করা হলো।’

[৫] এর আগে ৫-৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্রের ওপর আপত্তি-অনাপত্তি শোনানো হয়েছে।। আজ ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (বিকেল ৩টা থেকে) করে বৈধতা দেয়া হয়েছে। আগামিকাল ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট দেয়া হবে।

নির্বাচনে ৪৯ প্রার্থীর তালিকা:
[৬] সভাপতি: কাজী মো: সালাহউদ্দীন, বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম মুর্শেদী, এমপি ও শেখ মো: আসলাম সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ এমপি , এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মো: আমিরুল ইসলাম বাবু, মো: আতাউর রহমান ভূঁইয়া মানিক ও ইমরুল হাসান সদস্য: মিজানুর রহমান, মো: ফজলুর রহমান বাবুল, মো: হাসানুজ্জামান খান, জাকির হোসেন বাবুল, মো: রায়হান কবির, মো: সাইফুর রহমান মনি, হারুনুর রশীদ, মো: শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার (কিরন), সত্যজিৎ দাশ রূপু, মো: ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, মো: ইকবাল হোসেন,অমিত খান শুভ্র , মহিউদ্দিন আহমদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, মো: আসাদুজ্জামান মিঠু, মো: নুরুল ইসলাম (নুরু), শাকিল মাহমুদ চৌধুরী, সাইদুর রহমান মানিক।

[৭] ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

[৮] ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।-সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়