শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে সবাই হ্যাসট্যাগ দিয়ে লিখছে বয়কট সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ আসনে কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো সভাপতি হবেন কী না সেটা সময়েই বলে দিবে তবে আপাতত ফেসবুকজুড়ে চলছে ‘বয়কট সালাউদ্দিন’ রব।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফুটবল গ্রুপগুলোর পাশাপাশি ব্যক্তিগত টাইমলাইনে ‘বয়কট বা আউট সালাউদ্দিন’ নামের হ্যাসট্যাগে সয়লাব হয়েছে।

[৪] টানা ১২ বছর দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের আসনে থাকা কাজী সালাউদ্দিনের আমল নিয়ে সন্দিহান দেশের ফুটবল সমর্থকরা। বছরের পর বছর দেশের ফুটবলের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। র‌্যাঙ্কিংয়ের চরম অবনতি, দুর্নীতি, বেহাল ফুটবল নিয়ে আলোচনার থেকে সমালোচনার জন্ম দিয়েছে এই বাফুফে বস।

[৫] এগুলোর সমাধান না এসেও আরেকবার বাফুফে নির্বাচনে অংশ নেয়াতে দেশের ফুটবলের ভবিষ্যত নিয়ে শঙ্কিত ফুটবল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জোড়ালো প্রতিবাদ’ শুরু করেছে। হ্যাসট্যাগে সয়লাব হয়েছে ফেসবুক-টুইটার।

[৬] ‘আউট সালাউদ্দিন’, ‘বয়কট সালাউদ্দিন’, ‘রিজাইন সালাউদ্দিন’, ‘সেভ ফুটবল’, ‘বিএফএফ ইলেকশন’ হ্যাসট্যাগে ফেসবুকে প্রতিবাদে মুখর সমর্থকরা। ১২ বছরে বাফুফে বসের আমলের কারনামার সমালোচনা নিয়ে বিভিন্ন পোস্ট করে চলেছেন তারা।

[৭] শুধু ফেসবুক নয় টুইটারেও ফিফা আর এএফসিকে ট্যাগ করে এই হ্যাসট্যাগে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন সমর্থকরা। এরই মধ্যে ‘বয়কট সালাউদ্দিন’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। সেখান থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরবর্তী কার্যক্রম কী হবে সেটাও আলোচনা করা হচ্ছে গ্রুপটিতে। প্রায় ৬ হাজার সদস্যের এই নতুন গ্রুপ থেকেই মূলত হ্যাসট্যাগের সূত্রপাত বলে জানা যায়।

[৮] এদিকে ‘ক্রীড়ালোক’ ম্যাগাজিনের সম্পাদক কামরুল হাসান নাসিম এই হ্যাসট্যাগকে সমর্থন করে লাইভে বলেন, ‘কাজী সালাউদ্দিনের প্যানেলের উচিত দৃষ্টান্ত স্থাপন করে মনোনয়নপত্র প্রত্যাহার করা।’

[৯] ফুটবলের ঐতিহ্য ফেরাতে পরিবর্তন আশা করে এই হ্যাসট্যাগে মেতেছেন সমর্থকরা।- সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়