শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে বেড়েছে আমনের আবাদ

মঈন উদ্দীন: [২] ধানের ভাল দাম থাকায় রাজশাহীর চাষিরা আমনের আবাদ বাড়িয়েছেন। এতে কৃষি বিভাগ এখানে আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে।

[৩] আমন চাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর চাষিরা এখন আমন আবাদের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন। এখানে চাষিরা সাধারণত আমন চারা তৈরি ও রোপণ করেন বৃষ্টির পানিতে। কিন্তু এবার তার ব্যতিক্রম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আষাঢ় মাসে এই অঞ্চলে কাঙ্খিত বৃষ্টি হয়নি।

[৪] এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েন আমন চাষিরা। পানি না থাকায় অনেক চাষি সেচ দিয়ে বীজতলা তৈরি ও চারা রোপণ শুরু করেন। পরে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবং উজান থেকে নেমে আসা ঢলে এই অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়।

[৫] রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুল হক বলেন, সরকারি নানা উদ্যোগে ধানের ভাল দাম থাকায় রাজশাহীতে আমন আবাদ এবার বৃদ্ধি পাচ্ছে। বন্যা ও জলাবদ্ধতার পানি নেমে যাবার পর চাষিরা এখনও আমনের চারা রোপণ করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও বাগমারার ১ শ জন ক্ষতিগ্রস্ত চাষিকে আমনের ভাসমান বীজতলা তৈরি করে দেয়া হয়েছে।

[৬] এখন পর্যন্ত আমনের আবাদ ভাল আছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থেকে আমন চাষিদের সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার রাজশাহীতে আমনচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৫০০ হেক্টর জমি। এখন পর্যন্ত আবাদ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হবে। গত বছর আমন আবাদ হয়েছিল ৭৬ হাজার ২৫৫ হেক্টরে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়