শিরোনাম
◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি”

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১০ হাজার ইয়াব’সহ আটক-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

[৩] বুধবার বিকেলে হ্নীলা ইউপি রঙ্গিখালী ও আলীখালী তিন রাস্তার মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটক হলেন- হোয়াইক্যং ইউপি পূর্ব সাতঘড়িয়া পাড়া (নয়াবাজার) বাসিন্দা মৃত বাঁচা মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭)।

[৫] শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, রঙ্গিখালী ও আলী খালী এলাকার মাঝখানে তিন রাস্তার মোড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ধৃতের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫০লাখ টাকা।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে উখিয়া টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়