শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি শিক্ষার্থী আরাফাত চৌধুরীর তথ্যেই উদ্ধার হয় শিশু জিনিয়া

ইসমাঈল ইমু: [২] গত ১ সেপ্টেম্বর সকালের দিকে টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ফুল বিক্রেতা জিনিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের নজরে বিষয়টি এলে শিশু জিনিয়ার খোঁজে অনেকে ব্যাকুল হয়ে উঠেন। অনেকের মতোই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আরাফাত চৌধুরীর নজরে আসে।

[৩] আরাফাত টিএসসি এলাকায় গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন। এদের মধ্যে কেউ জিনিয়াকে দেখেছে কি না সে বিষয়টি জানার চেষ্টা করেন আরাফাত চৌধুরী। এছাড়া টিএসসি এলাকা ও চারপাশের রাস্তাগুলোতে যত ক্লোস সার্কিট ক্যামেরা আছে সেগুলোও শনাক্ত করেন তিনি।

[৪] এসব তথ্য জোগাড় করে আরাফাত চৌধুরী নিজে উদ্যোগী হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে যান এবং তার কাছে থাকা তথ্য পুলিশকে জানান। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ আরও তদন্ত করে। এরপর পুলিশের গোয়েন্দা বিভাগ জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে।

[৫] রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার এসএম শামীম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র আরাফাত চৌধুরী তথ্য দিয়ে সহায়তার কারণে জিনিয়াকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। ও শুরু থেকেই সব জায়গায় ঘোরাঘুরি করেছে। তথ্য দিয়ে হেল্প করেছে। এভাবে সকলের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়