শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোমরা বন্দর দিয়ে আজও ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) ৮৮টি ট্রাকে করে দেশে ঢুকেছে ২ হাজার ১৪৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। তবে পেঁয়াজের আমদানি বাড়লেও দাম স্থিতিশীল আছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মতো বুধবারও ৪০-৪১ (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। তবে সোমবার (৭ সেপ্টেম্বর) এসব পেঁয়াজ ৩৮-৩৯ টাকা দরে বিক্রি হয়।

সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) ৮৮ ট্রাকে করে ২ হাজার ১৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩০ মেট্রিক টন, রবিবার (৬ সেপ্টেম্বর) ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তবে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও বর্ধিত দর এখনও কমাননি আমদানিকারকরা। এক্ষেত্রে তারা চাহিদার চেয়ে জোগান কম এমন যুক্তি দেওয়ার চেষ্টা করছেন।

ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, কোলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব কম হওয়ায় আমদানিকারকরা ফলমূল এবং পচনশীল মালামাল এই বন্দর দিয়ে আমদানি করতে পছন্দ করেন। এ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি দিন দিন বাড়লেও দামও প্রতিদিনই বাড়ছে। ভারতে পেঁয়াজের চাহিদা অনুযায়ী যোগান নেই সে কারণে সেখানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব আমাদের দেশের ওপর পড়েছে।

তিনি আরও বলেন, বুধবার এলসির পেঁয়াজের গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৪০/৪১ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বেচা-বিক্রি খুবই কম। সূত্র: বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়