আসিফুজ্জামান পৃথিল: [২] লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল-এলএসিতে শক্তি বাড়িয়েই চলেছে চীন ও ভারত। সর্বশেষ সোমবার ৪৫ বছরের মধ্যে প্রথম গুলি চলেছে সীমান্তে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। দুই দেশের আলোচনার সুযোগ ক্রমশ কমে আসছে। ফার্স্টপোস্ট,
[৩] উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের সেনাসদর দাবি করেছে, তারা প্যাঙগন লেকের আরও উত্তরে বেশ কিছু ভুমি দখলে নিয়েছে। এগুলো সবই উচ্চভূমি হওয়ায় কৌশশলগত যুদ্ধে আরও এগিয়ে যাবার কথা বলছে ভারত। ডেকান ক্রনিকালস
[৪] ভারতের সেনাসদরের একটি সূত্র বলছে, তারা ধরেই নিয়েছে, চীনের সঙ্গে মোকাবেলা করতে হবে ধরে নিয়েই তারা কৌশলগত অবস্থান সুসংহত করছে। তবে এই এলাকায় ভারতের বিমানঘাঁটিগুলো বেশ দূরে অবস্থিত। এই সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার বিমান বাহিনীর হাতে সদ্য আসা রাফায়েলের দায়িত্ব পুরোপুরি বুঝিয়ে দিয়েছে দিল্লি।
[৫] এদিকে চীনও আরও ১৫ থেকে ২০টি ট্যাঙ্ক ফরোয়ার্ড মার্চ করিয়ে সাপুনগড় গ্যাপ এলাকায় মোতায়েন করেছে। ভারতও বেশ কিছু মেইন ব্যাটল ট্যাংক মোতায়েন করেছে। তবে চীন ব্যবহার করছে হালকা ট্যাংক। এতো উচ্চতায় ভারতের ভারী ট্যাংকগুলো কাজ করছে না বলেও একটি সেনাসূত্র জানিয়েছে। সম্পাদনা: ইকবাল খান