শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো সংসদের নবম সংক্ষিপ্ত অধিবেশন

মনিরুল ইসলাম: [২] কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়েছে। ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । বেলা ১টা ১৯ মিনিটে সমাপ্তি ঘটে নবম অধিবেশনের।

[৩] গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল ৫টি। আর বিল পাস হয়েছে ৬টি। প্রত্যাহার হয়েছে ১টি।

[৪] কারোনাকালীন সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আগের দুটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যরা রোষ্টার অনুযায়ী অধিবেশনে যোগ দেন। স্পীকারসহ উপস্থিত সব সদস্য মাস্ক পরেন । আর নির্দিষ্ট দূরত্বে বসার আসনের ব্যবস্থা করা হয়।

[৫] এর আগে, ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস । সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের বসার মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশী বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসার নিয়ম ছিলো।

[৬] এদিকে, চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই সপ্তম ও অষ্টম অধিবেশন বসেছিলো । বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ওই অধিবেশন বসে বলে স্পীকার বলেছিলেন।

বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশ পড়ে শোনানোর সময় বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে নবম সংসদ অধিবেশনে বসেছে। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি গুরুত্বপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই সংসদ কার্যক্রমে উপস্থিত ছিলেন। সকল সংসদ সদস্যের সহযোগিতায় আজ সমাপ্তি হচ্ছে নবম অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়