শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো সংসদের নবম সংক্ষিপ্ত অধিবেশন

মনিরুল ইসলাম: [২] কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়েছে। ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । বেলা ১টা ১৯ মিনিটে সমাপ্তি ঘটে নবম অধিবেশনের।

[৩] গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল ৫টি। আর বিল পাস হয়েছে ৬টি। প্রত্যাহার হয়েছে ১টি।

[৪] কারোনাকালীন সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আগের দুটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যরা রোষ্টার অনুযায়ী অধিবেশনে যোগ দেন। স্পীকারসহ উপস্থিত সব সদস্য মাস্ক পরেন । আর নির্দিষ্ট দূরত্বে বসার আসনের ব্যবস্থা করা হয়।

[৫] এর আগে, ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস । সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের বসার মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশী বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসার নিয়ম ছিলো।

[৬] এদিকে, চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই সপ্তম ও অষ্টম অধিবেশন বসেছিলো । বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ওই অধিবেশন বসে বলে স্পীকার বলেছিলেন।

বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশ পড়ে শোনানোর সময় বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে নবম সংসদ অধিবেশনে বসেছে। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি গুরুত্বপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই সংসদ কার্যক্রমে উপস্থিত ছিলেন। সকল সংসদ সদস্যের সহযোগিতায় আজ সমাপ্তি হচ্ছে নবম অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়