শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো সংসদের নবম সংক্ষিপ্ত অধিবেশন

মনিরুল ইসলাম: [২] কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়েছে। ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । বেলা ১টা ১৯ মিনিটে সমাপ্তি ঘটে নবম অধিবেশনের।

[৩] গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল ৫টি। আর বিল পাস হয়েছে ৬টি। প্রত্যাহার হয়েছে ১টি।

[৪] কারোনাকালীন সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আগের দুটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যরা রোষ্টার অনুযায়ী অধিবেশনে যোগ দেন। স্পীকারসহ উপস্থিত সব সদস্য মাস্ক পরেন । আর নির্দিষ্ট দূরত্বে বসার আসনের ব্যবস্থা করা হয়।

[৫] এর আগে, ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস । সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের বসার মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশী বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসার নিয়ম ছিলো।

[৬] এদিকে, চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই সপ্তম ও অষ্টম অধিবেশন বসেছিলো । বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ওই অধিবেশন বসে বলে স্পীকার বলেছিলেন।

বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশ পড়ে শোনানোর সময় বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে নবম সংসদ অধিবেশনে বসেছে। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি গুরুত্বপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই সংসদ কার্যক্রমে উপস্থিত ছিলেন। সকল সংসদ সদস্যের সহযোগিতায় আজ সমাপ্তি হচ্ছে নবম অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়