শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ হলো সংসদের নবম সংক্ষিপ্ত অধিবেশন

মনিরুল ইসলাম: [২] কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়েছে। ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । বেলা ১টা ১৯ মিনিটে সমাপ্তি ঘটে নবম অধিবেশনের।

[৩] গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল ৫টি। আর বিল পাস হয়েছে ৬টি। প্রত্যাহার হয়েছে ১টি।

[৪] কারোনাকালীন সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আগের দুটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যরা রোষ্টার অনুযায়ী অধিবেশনে যোগ দেন। স্পীকারসহ উপস্থিত সব সদস্য মাস্ক পরেন । আর নির্দিষ্ট দূরত্বে বসার আসনের ব্যবস্থা করা হয়।

[৫] এর আগে, ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস । সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের বসার মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশী বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসার নিয়ম ছিলো।

[৬] এদিকে, চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই সপ্তম ও অষ্টম অধিবেশন বসেছিলো । বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ওই অধিবেশন বসে বলে স্পীকার বলেছিলেন।

বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশ পড়ে শোনানোর সময় বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে নবম সংসদ অধিবেশনে বসেছে। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি গুরুত্বপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই সংসদ কার্যক্রমে উপস্থিত ছিলেন। সকল সংসদ সদস্যের সহযোগিতায় আজ সমাপ্তি হচ্ছে নবম অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়