শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণকে সেবা দিতে পুলিশ যাবে বাড়িতে

ফিরোজ আহমেদ: [২] “বিট পুলিশি বাড়ী বাড়ী’ নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখেই ঝিনাইদহের কালীগঞ্জে বিট পুলিশিং কার্ষ্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে শহরের ভূষন স্কুল মাঠস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ২ নং বিটের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।

[৪] এ সময় তিনি সকলের উদ্দেশ্য বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তায় তারা সর্বদা কাজ করে যাবেন।

[৫] তিনি আরো বলেন, পুলিশের সেবাকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশ সেবা দিতে যাবে জনসাধারনের বাড়িতে বাড়িতে। এজন্য বিট পুলিশিং কার্ষ্যক্রম শুরু করা হয়েছে।

[৬] কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস। অনুষ্টানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, গনমাধ্যমকর্মী, সুধীজন ও কালীগঞ্জ থানার অফিসারগন উপস্থিত ছিলেন।

[৭] উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৩টি করে ওয়ার্ড একত্রে নিয়ে মোট ৩বিট পুলিশিং কার্ষালয় স্থাপন করা হয়েছে। এছাড়াও এ উপজেলার ১১টি ইউনিয়নে আরো ১১টি বিট পুলিশিং অফিস করা হবে। এর প্রতিটি ইউনিটে ১ জন এস আই, ১ জন এ এস আই ও ২ জন কনষ্টেবল দ্বায়িত্ব পালন করবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়