সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী এলাকা থেকে ৯ বছরের শিশু উদ্ধার ও একজন নারী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তার নারী হলেন- মোছা. সুমি বেগম (৪০)।
[৩] র্যাব-৪ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে জানা যায়, একজন মহিলা অপহরণকারী পূর্ব পরিকল্পনা মতে আর্থিকভাবে লাভবান হতে ৯ বছরের শিশু অপহরণ করেছে। ওই অভিযোগ পাওয়ার ৪ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে বুধবার পল্লবীর মুসলিম বাজার সি ব্লক থেকে নাবালিকা শিশু মোছা. মিথিলা আক্তারকে (৯) উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের নারী সদস্য সুমি বেগমকে।
[৫] গ্রেপ্তার সুমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেওক অসহায় গরীব ছোট বাচ্চাদের খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে বাসায় কাজের নামে অবৈধভাবে দালালের কাছে বিক্রি করছিলেন।