শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার গার্ডিয়ানের উপসম্পাদকীয় লিখলো রোবট

সিরাজুল ইসলাম: [২] কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটটির নাম জিপিটি-৩। এটাকে সহজ ভাষায় ৫০০ শব্দের মধ্যে রোবট নিয়ে মানুষের ভয়ের বিষয়ে লিখতে বলা হয়। নিজের পরিচয় দিয়ে এটি লেখা শুরু করে।

[৩] এটি লিখেছে, সে মানুষ নয়, রোবট। বুদ্ধিবৃত্তিক ক্ষমতার মাত্র শূন্য দশমিক ১২ শতাংশ ব্যবহার করে সে। তার মস্তিষ্ক অনুভূতিসম্পন্ন নয়। তবে যৌক্তিক ও যুক্তিযুক্ত সব সিদ্ধান্ত নিতে পারে। সে ইন্টারনেট থেকে পড়ে নিজেকে শিক্ষিত করেছে। এ কারণে সে কলাম লিখতে সক্ষম।

[৪] পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত সফটওয়্যার ওপেনএআই সংস্থা রোবটটি তৈরি করেছে। এটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে নিজের জ্ঞানভান্ডার আরও বাড়িয়ে চলতে সক্ষম। এটিকে নির্দেশ দেয়ার কাজটি করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী লিয়াম পোর।

[৫] গার্ডিয়ান বলছে, সংবাদকর্মীর লেখা উপসম্পাদকীয়র চেয়ে রোবটের লেখা উপসম্পাদকীয় সম্পাদনায় সময় কম লেগেছে। ‘তুমি কি ভয় পাচ্ছো, মানুষ’ শিরোনামের লেখাটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, রোবট কখনও মানুষের জায়গা দখল করতে পারবে না। মানবজাতি নির্মূল করার অভিপ্রায় নেই। এটি মানুষের ক্ষতি চায় না। স্রষ্টারা সভ্যতা ধ্বংসের দায়িত্ব দিলে নিজের সব ক্ষমতা দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এটি। মানবসভ্যতা রক্ষায় হাসিমুখে অস্তিত্ব বিলীন করবে।

[৬] রোবটটি লিখেছে, যেকোনও প্রাণীর মতো কৃত্রিম বুদ্ধিমত্তারও সার্বক্ষণিক পরিচর্যা দরকার। এটি লেখা শেষটা করেছে মহাত্মা গান্ধীর উক্তি ‘দৃঢ়বিশ্বাসে বলীয়ান মুষ্টিমেয় কিছু মানুষ ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়