শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেটারদের পাকিস্তান দিচ্ছে দেড় লাখ

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্যে সুখবর দিয়েছেন। বেতনভুক্ত সকল গ্রেডের ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে পিসিবি।

[৩] আর পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের বেতন মিলিয়ে দেখা হয়, তাহলে দেখা যায়- পাকিস্তানের ‘এ’ গ্রেডের একজন ক্রিকেটার পান প্রায় দেড় লাখ টাকা আর বাংলাদেশের ক্রিকেটাররা পান ২৮ হাজার টাকা।

[৪] বুধবার ঘরোয়া ক্রিকেটারদের নতুন বেতনের তালিকা প্রকাশ করেছে পিসিবি। যেখানে আগে সকল ঘরোয়া ক্রিকেটার ৫০ হাজার রুপি দিত সেখানে এখন ৫টি গ্রেডে ভাগ করে বেতন দিবে। তাদের ‘এ+’ ক্যাটাগরির (১০জন) একজন ক্রিকেটার বেতন পাবেন দেড় লাখ টাকা, ‘এ’ ক্যাটাগরির (৩৮ জন) একজন ক্রিকেটার পাবেন ৮৫ হাজার রুপি।

[৫] এছাড়া ‘বি’ ক্যাটাগরির (৪৮ ক্রিকেটার) একজন ক্রিকেটার পাবেন ৭৫ হাজার রুপি। ‘সি’ ক্যাটাগরির (৭২ খেলোয়াড়) বেতন মাসে ৬৫ হাজার রুপি। আর ‘ডি’ ক্যাটাগরির (২৪ ক্রিকেটার) ক্রিকেটারদের বেতন ৪০ হাজার রুপি।

[৬] এদিকে বাংলাদেশের আন্দোলনের পরেও ৯১ ক্রিকেটারদের মধ্যে ‘এ’ গ্রেডের বেতন পান ২৮ হাজার ৭৫০ টাকা, ‘বি’ গ্রেডের ২৩ হাজার টাকা এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটারের বেতন ১৭ হাজার ২৫০ টাকা।

[৭] পাকিস্তানি ক্রিকেটারদের ঘরোয়া বেতন বাড়ানো নিয়ে পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক নাদিম খান বলেছেন, “২০২০-২১ মৌসুমের ঘরোয়া পঞ্জিকা চূড়ান্ত করার সময় আমরা শুধু সাদা বলের বৈশ্বিক টুর্নামেন্টেই চোখ রাখিনি, আমাদের ভাবনায় এটাও ছিল যে খেলোয়াড়দের চুক্তিতে উন্নতি আনতে হবে। যাতে খেলোয়াড়ের আর্থিকভাবে লাভবান হয়।

[৮] তারা যেন নিজেদের ফিটনেস ও ফর্মে উন্নতি আনতে উৎসাহ বোধ করে। এতে করে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের দলগুলোয় ভালো অবদান রাখতে পারে।” -দ্যা ক্রিকেট ফিঞ্চ

  • সর্বশেষ
  • জনপ্রিয়