লাইজুল ইসলাম : [২] কারওয়ান বাজারের মাছের দোকানগুলো ঘুরে দেখা গেছে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। এসব মাছের পেটে ডিম আছে। আর ডিম ছাড়া মাছ এক কেজি কিনতে সাড়ে আটশো টাকা এবং দেড় কেজি ওজনের ডিম ছাড়া মাছ কিনতে এগারোশো টাকা খরচ করতে হবে।
[৩] চাঁদপুর মাছের দোকানের মালিক রফিক জানান, গত বছরও মাছের দাম খুবই কম গেছে। এবছরও তাই হচ্ছে। তবে এবার মাছের বিক্রি কম বলে অভিযোগ করেছেন তিনি। কোভিডের কারণে মানুষের হাতে টাকা কম। তাই বাজারে ক্রেতার উপস্থিতিও কম বলে মনে করেন তিনি।
[৪] মো. সুমন বলেন, দেড় কেজি ওজনের মাছ এত কম দামে গত বছরের আগে স্বপ্নের মতো ছিলো। ইলিশের আমদানি অনেক। তাই বাজারে ইলিশের দাম কম। সিজনের সময় মাছের দাম কমই থাকে। কিন্তু ক্রেতার এত অভাব থাকে না।
[৬] তবে ক্রেতারা বলছেন, এখন সিজন চলছে ইলিশ মাছের। তারপরও দাম যা চাইছে তা অনেক বেশি। দাম আরো কম হওয়া উচিৎ। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু