স্পোর্টস ডেস্ক : [২] গত রোববার ইউএস ওপেনে নোভাক জোকোভিচের মারা বলে লাইন জাজ আহত হলে তাকে বহিষ্কার করা হয় টুর্নামেন্ট থেকে।
[৩] ঘটনার পরে জোকোভিচ সাংবাদিকদের সামনে আসেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ক্ষমা চান। এ রকম একটা পরিস্থিতিতে ওই মহিলা লাইন জাজকে ফেলার জন্য দুঃখ প্রকাশ করেন। যিনি আবার জোকোভিচের ভক্তদের রোষের মুখে পড়েছেন। তবে সার্বিয়ার তারকা তার পাশে দাঁড়িয়েছেন।
[৪] সোশ্যাল মিডিয়ায় জোকোভিচ লিখেছেন, যে লাইন জাজের আঘাত লেগেছে আমাদের সবার তার পাশে থাকা দরকার। উনি তো ভুল কিছু করেননি। আমি চাই, এই সময়টায় ওই লাইন জাজকে সমর্থন করুন আপনারা। ওর খেয়াল রাখতে হবে এখন।
[৫] সার্বিয়ার তারকা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। কারণ তার অপর দুই প্রধান প্রতিপক্ষ রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল এবার খেলছেন না। অনেকে আশা করেছিলেন জোকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনেই ১৮ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য পূরণ করে ফেলবেন। পুরুষদের মধ্যে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার (২০) এবং রাফায়েল নাদালের (১৯) সঙ্গে ব্যবধানটাও কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু সেই আশা মিটল কোথায়!
[৬] চলতি মাসের শেষের দিকে অবশ্য ফরাসি ওপেন শুরু হচ্ছে। বিশ্বের এক নম্বরের কাছে তাই ফের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনার পরে সার্বিয়ার তারকার ভাবমূর্তি কি আগের মতো থাকবে? এই প্রশ্নের মুখোমুখি হয়েই জোকোভিচকে ফরাসি ওপেনে লড়তে হবে।- ইন্ডিয়ান এক্সপ্রেস/ আজকাল