শাহীন খন্দকার : [২] দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা প্রায় সব সূচকেই‘যথেষ্ট উন্নতি’ হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক ডা বদরুল আলম। আর সে কারণে তাকে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করার কথা থাকলেও আপাতত দিতে চাচ্ছেন না চিকিৎসকরা।
[৩] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আজ বুধবার এ বিষয়ে আজ (৯ সেপ্টেম্বর) সিদ্ধান্ত নিয়েছেন, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত মেডিকেলে বোর্ডের প্রধান। অধ্যাপক ডা. বদরুল আলম বলেন তার মাথায় বেশ কয়েকটি সেলাই পরেছে তাই আমরা তাকে আপাতত এইচডিইউতে রেখেই চিকিৎসা দিচ্ছি।
[৪] ইউএন ওর সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে আরো বলেন, যথেষ্ট উন্নতি হয়েছে তার। তিনি নিজে মুখে খাচ্ছেন। তরল খাচ্ছেন, নরম খাবারও খেতে পারছেন। ওষুধপত্রও মুখে খাচ্ছেন। তার জ্ঞানের মাত্রাও সম্পূর্ণ সুস্থ মানুষের মতো আছে। অন্যান্য অবস্থাগুলো এখন মোটামুটি ভালো উন্নতি হয়েছে। শুধু (ডান) হাতেরও উন্নতি হয়েছে । হাতের ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পরে কতটুকুু কী উন্নতি হয়, সেটা সময়ই বলতে পারবে।' ইউএনওর ডান হাতের বর্তমানের অবস্থা তুলে ধরে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, 'ডান হাতের অবস্থা এখনো অবশ, তবে বোধ থাকলেও শক্তি নেই।
[৫] তাকে চিমটি কাটলে,ব্যথা দিলে তিনি সেটা বুঝতে পারেন। স্পর্শ করলে বুঝতে পারেন। 'ইউএনও ওয়াহিদার বর্তমান অবস্থা কতটা শঙ্কামুক্ত জানতে চাইলে তার চিকিৎসক বলেন, কোনো মানুষকেই শঙ্কামুক্ত বলা অনেক কঠিন ব্যাপার। অনেক কারণেই অবস্থা খারাপ হতে পারে। কিন্তু যে অবস্থায় তাকে আমরা পেয়েছিলাম, সে অবস্থার উন্নতি হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে।
[৬] পালস, ব্লাড প্রেসার, মানসিক অবস্থা, জ্ঞানের মাত্রা, খাওয়া-দাওয়া সব কিছু চিন্তা করলে তার যথেষ্ট উন্নতি হয়েছে।'গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলেও বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতে প্রায় দুই ঘণ্টায় অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় ওয়াহিদা খানমকে। অবস্থার উন্নতি হওয়ায় সোমবার আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।