শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ, খারিজ জামিনের আবেদন

রাশিদ রিয়াজ :  ভারতের সুশান্ত মামলায় মাদতকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় মঙ্গলবাল দুপুরে গ্রেফতার হয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এদিন বিকেলে স্বাস্থ্য-পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানেই রিয়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রিয়ার স্বাস্থ্য-পরীক্ষা অর্থাৎ মেডিক্যাল টেস্ট হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয় তাঁকে।

রোববার থেকে টানা তিনদিন জেরার পর রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও এনসিবির পক্ষে থেকে জানানো হয় যে রিয়াকে হেফাজতে নেওয়ার জন্য তারা আদালতে আবেদন জানাবে না। কারণ গত তিনদিনের জেরায় তদন্তের সাপেক্ষে যা তথ্য-প্রমাণ প্রয়োজন তা তারা রিয়ার থেকে পেয়ে গিয়েছে। নারকোটিক্স ব্যুরোর তরফে মুথা অশোক জৈন নামের এক আধিকারিক একথা জানিয়েছেন। তবে এনসিবির এই আধিকারিক এও জানিয়েছেন যে রিয়ার শরীরে এখনও কোনও মাদকের সন্ধান পাওয়া যায়নি।

নারকোটিক্স ব্যুরো সূত্রে খবর, ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরার করার সময় রিয়া ভীষণ ভাবে ভেঙে পড়েন। কার্যত একপ্রকার স্বীকার করে নেন যে সুশান্তের জন্য মাদকের জোগাড় তিনিই করতেন এবং নিজেও নাকি অনেকসময় মাদকসেবন করতেন। এনসিবি সূত্রে আরও খবর যে রিয়া বলেছেন, তিনি যা করেছেন সুশান্তের জন্যই করেছেন। এমনকি বিগত তিনদিনের জেরায় রিয়ার বয়ানে মাদক যোগাযোগ সম্পর্কে উঠে এসেছে বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের নাম।

এর আগে গত শুক্রবার রিয়ার ভাই শৌভিককে গ্রেফতার করে এনসিবি। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে নারকোটিক্স ব্যুরোর হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। ওই একই দিনে গ্রেফতার করা হয় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। তিনিও আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন। এরপর গত শনিবার গ্রেফতার হন সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। তাঁকেও ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়