শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্যের নিন্দা জানালো ম্যান্ডেলা ফাউন্ডেশন

লিহান লিমা: [২] দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টসহ অন্যান্য নেতাদের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ওই ফাউন্ডেশন। আল জাজিরা

[৩] ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন এই সপ্তাহে প্রকাশিত এক বইয়ে বলেন, ম্যান্ডেলার নেতৃত্ব নিয়ে বারবার কটুক্তি করেছেন ট্রাম্প। কোহেন লিখেছেন, ট্রাম্প এও বলেছেন, ‘ম্যান্ডেলা পুরো দেশকে শেষ করেছেন। এটি এখন আবর্জনায় পরিণত হয়েছে। সে কোনো নেতাই না।’ কোহেন আরও দাবি করেন, ট্রাম্প বলেছেন, ‘আমাকে কৃষ্ণাঙ্গ কোনো নেতার দ্বারা পরিচালিত এমন একটি দেশের নাম বলো যা আবর্জনায় পরিণত হয়নি। এই সবকটি দেশ পুরো টয়লেটে পরিণত হয়েছে।’ ট্রাম্প আরও অনেক আপত্তিকর এবং অশ্রাব্য মন্তব্য করেন।

[৪] সোমবার এক বিবৃতিতে ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, ট্রাম্প যেরুপ মন্তব্য করেছেন ও ভাষা ব্যবহার করেছেন তা কোনো নেতার কার্য নয়। মাদিবা একবার বলেছিলেন, ‘একজন যোগ্য নেতা উন্মুক্ত বিতর্কে জড়ান, তিনি জানেন বিতর্কের শেষে তাকে ও বিপক্ষ দলকে কাছাকাছি অবস্থানে আসতে হবে এবং এটি থেকেই একটি শক্তিশালী সমাধানের জন্ম নেবে। কিন্তু আপনি যদি উগ্র ও অজ্ঞ হন তবে আপনার এ সম্পর্কে কোনো ধারণা থাকার কথা নয়।’ ট্রাম্পের জন্য এ শব্দগুলোই প্রযোজ্য।

[৫] গত বছর ট্রাম্পের অভিশংসন প্রস্তাবে প্রকাশ্যে কংগ্রেসে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন কোহেন। তবে কংগ্রেসে মিথ্যে বলার জন্য এখন তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

[৬] হোয়াইট হাউসের মুখপাত্র কেলিনি কনওয়ে কোহেনের বইয়ে দাবিকৃত বিষয়বস্তু প্রত্যাখ্যান করেছেন । ট্রাম্প বলেছেন, কোহেন একটি ‘ইঁদুর’ ও ‘মিথ্যেবাদী’। এদিকে এই বই প্রকাশের পর ট্রাম্প সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন কোহেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়