শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার-চাতলাপুর চেকপোস্ট সড়কসহ অন্য সড়কগুলো দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

[৩] সোমবার দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের’ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা শ. ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি বেলাল তালুকদার।

[৫] এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবিলম্বে জেলার সকল রাস্তার চলমান কাজ দ্রুত সমাধান না করলে সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি দেন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়