শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় অভাবের তাড়নায় মা-ছেলের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরের কাপাসিয়ায় অভাবের তাড়নায় মা এবং এক প্রতিবন্ধী ছেলে বিষপান করে আত্নহত্যা করেছে।

[৩] রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মায়ের এবং শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের মৃত্যু হয়।

[৪] মৃতরা হলেন উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৪৫) ও ছেলে সজিব (১৫)।

[৫] এলাকবাসী সূত্রে জানা গেছে, মৃত রাজিয়ার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। প্রতিবন্ধী ছেলে সজিব ছড়াও খোরশেদ ও মোরশেদ নামে তার আরো দুই ছেলে রয়েছে। কৃষি কাজ ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। দুই ভাই খেতেন একই সাথে। খেরশেদ বিয়েও করেছেন। কিন্তু প্রতিবন্ধী ভাই ও মার খোঁজ খবর নিতেন না তারা। ফলে মা পেটের তাগিদে মানুষের বাড়িতে কাজ করতেন।

[৬] কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান বলেন, শনিবার রাতে বিষপানের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ছেলে সজিব রাতে মারা যায়। মা রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিলে রোববার ভোরে তারও মৃত্যু হয়।

[৭] ছেলের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মায়ের মরদেহ উদ্ধারের পক্রিয়া চলছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা অভাবের তাড়নায় এ কাজ করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়