শিরোনাম
◈ ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে—ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি ◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবির শিক্ষার্থী সিফাত হত্যা মামলার পুনরায় বিচারের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতকে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

[৩] ২০১৫ সালের ২৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয়। পর দিন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক জোবাইদুর রহমানের করা ময়না তদন্ত প্রতিবেদনে বিষয়টি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।

[৪] আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন চিকিৎসক। ওই প্রতিবেদন অনুযায়ী তদন্ত শেষে ২০১৬ সালের ২৩ মার্চ সিফাতের স্বামী আসিফ প্রিসলি, শ্বশুর মোহাম্মদ রমজান, শ্বাশুড়ি নাজমুন নাহার ও প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

[৫] বিচারিক আদালত ২০১৭ সালে রায় ঘোষণা করেন। রায়ে সিফাত হত্যা মামলায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী আসিফ প্রিসলিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে আসিফের বাবা, মা ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসককে খালাস দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালাস চেয়ে আপিল করেন আসিফ। অপরদিকে আসিফের সাজাবৃদ্ধি ও তিন আসামির খালাসের বিরুদ্ধে আবেদন করে বাদীপক্ষ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়