শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফরোজা মামুদ: মসজিদে এসি বিস্ফোরণ, ধর্মীয় স্থাপনার ত্রুটি সারাতেও ঘুষ দিতে হয় আমাদের!

আফরোজা মামুদ: নারায়ণগঞ্জের তল্লা এলাকার একটি মসজিদে গ্যাস বা এসি বিস্ফোরণের ঘটনায় আমার ছোটো চাচা মারা গেলেন। ৪ সেপ্টেম্বর রাত থেকে ৫০ শতাংশ পোড়া শরীরের অমানুষিক যন্ত্রণা সহ্য করে করে। কাকাকে দেখি না অনেক বছর। শেষ দেখাটাও হয়তো দেখতে যেতে পারবো না। কাকা ক্ষমা করুন আমাকে। যতোটুকু স্নেহ ভালোবাসা দিয়েছিলেন ফেরত দিতে পারলাম না। আল্লাহপাক আপনার সকল গুনাহ ক্ষমা করে আপনাকে বেহেশত নসীব করুন। ঘটনা যা জানলাম। মসজিদের ফ্লোরের নিচ দিয়ে গ্যাস লাইন গিয়েছে। এ লাইনগুলোর পাইপের লিকেজ দিয়ে সবসময়ই মসজিদের ভেতর গ্যাস বের হয়ে জমা হতে থাকে ।এলাকাবাসী বিষয়টা তিতাস গ্যাসের নজরে দিলেও তারা এ ব্যাপারে কোনো গ্রার্য করেনি। বরং লাইন সরানোর জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে ৫ লাখ টাকা দাবি করে। যার কারণে এলাকার লোকজন ও মসজিদ কমিটি রাগ ও হতাশা নিয়ে টাকা সংগ্রহ করার কাজে নামে।

যেহেতু মোটা অংক তাই জমা হতেও সময় লাগছিলো। কিন্তু যে বিপদের আশংকা এলাকাবাসী করছিলো তা ঘটেই গেলো। ঘটনার সময় এশার নামাযের শেষ ভাগ। বেতের নামায শেষে মোনাজাত চলছিলো। নামাযের সময় এসি চলার কারণে স্বাভাবিকভাবেই মসজিদের দরজা জানালা বন্ধ রাখা হয়। এ কারণে লিকেজ হওয়া গ্যাস মসজিদের বাইরে বের হয়ে যেতে পারেনি। ফলে বিদ্যুতের সুইচ অন করার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। যখন ভেতরে গ্যাসের বিস্ফোরণ হয় তখন এসিতে থাকা গ্যাসের কারণে এসিও বিস্ফোরিত হয় । মোট ৬ টি এসি বিস্ফোরিত হয়। এ ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক শিশুসহ ২১ জনের। হাসপাতালে ভর্তি মুসল্লিদের শ্বাস নালীসহ পুড়ে গেছে শরীরের প্রায় ৩০-৫০ শতাংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাসহ যারা এ ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাদের সকলের বেহেশত কবুল করুন। যারা অমানুষিক কষ্ট যন্ত্রণা ভোগ করছেন আল্লাহপাক তাদের সকলের কষ্ট লাঘব করে দিন। আমিন। হতাশা আর শুধু হতাশা।

সরকারকে সর্বোচ্চ ট্যাক্সদাতা দেশকয়েকের নাগরিকদের মধ্যে আমরাও এখন অবস্থান করছি। অথচ একটি পাবলিক প্লেস এবং ধর্মীয় স্থাপনার ত্রুটি সারাতেও ঘুষ দিতে হয় আমাদের। এরকম একটি দেশে না জন্মালেই হয়তো ভালো হতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়