রাশিদ রিয়াজ : ওয়াশিংটনে এক আরব বিদ্বানের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস খবর প্রকাশ করে আমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো আপত্তি নেই এবং তিনি বিষয়টি অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি মিডিয়া একই ধরনের প্রকাশিত খবরে বলে দেশটির জনগণ রাজি না থাকলেও নেতানিয়াহু ব্যক্তিগতভাবে কাতারের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে কোনো আপত্তি তুলবেন না। কিন্তু ইসরায়েলের আরেক মিডিয়া হারেৎজ নেতানিয়াহুর অফিসের বরাত দিয়ে বলছে নেতানিয়াহু এধরনের খবর অস্বীকার করেছেন।
হারেৎজ’এর খবরে বলা হচ্ছে গত ১৩ আগস্ট আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হলেও দেশটির কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমিরাত যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ স্টিলথ জঙ্গি বিমান, ইএ-১৮জি গ্রোওলার ইলেক্ট্রোনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফ্ট ও এমকিউ-৯ ড্রোন কিনবে বলে আন্তর্জাতিক মিডিয়ার খবরে প্রকাশ পায়। এও খবর পাওয়া যায় ইসরায়েলের কাছে থেকেও অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে আমিরাত। এর আগে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মিডিয়াকে জানান তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে থেকেই এধরনের মার্কিন অস্ত্র কেনার বিষয়ে ওয়াশিংটনের কাছে আগ্রহ দেখিয়ে আসছিল।
নিউইয়র্ক টাইমস ওয়াশিংটনে আরব গাল্ফ স্টেটস ইনস্টিটিউটের সঙ্গে জড়িত হুসেইন ইবিশের উদ্ধৃতি দিয়ে জানায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা অস্ত্র বিক্রির ব্যাপারে নেতানিয়াহুর অনাপত্তির কথা জানিয়েছে। যদিও জনসমক্ষে তিনি তা অস্বীকার করছেন। ইবিশ বলেন এব্যাপারে দেশগুলোর পক্ষ থেকে সবুজ সংকেতই দেয়া হয়েছিল। কিন্তু নেতানিয়াহুর অস্বীকৃতিতে আমিরাতের কূটনীতিকরা হতবাক হয়ে পড়েছেন। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমিরাতের মধ্যেকার ত্রিপক্ষীয় বৈঠকও বাতিল হয়ে যায়। এরপরও আমিরাতকে এসব মার্কিন অস্ত্র বিক্রির ব্যাপারে আশ্বাস দেয়া হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাস্ট্রদূত রন ডেমার আমিরাতের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব সম্পর্কে অস্বীকৃতি জানিয়েছেন। রন বলেছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন অস্ত্র বিক্রি না করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।