শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে ধানক্ষেত থেকে জোহুরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধাকে খুন করা হয়েছে।

[৩] শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি ধানক্ষেত থেকে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৪] স্থানীয়দের কাছ থেকে জানা য়ায়, মুছাপুর ১নং ওয়ার্ডে সাহাব উদ্দিনের ছেলে মিজানুর রহমান রবিন (২২) সকাল ৭টার সময় পাশ্ববর্তী ইউনিয়ন রামপুরের ৪নং ওয়ার্ডের এনাম মিয়ার নতুন বাড়ির পাশের একটি জমিতে ঘাস কাটতে গেলে সেখানে মুছাপুর ১নং ওয়ার্ডের মৃত সোনা মিয়ার স্ত্রী জোহরা খাতুনের (৭০) লাশ পড়ে থাকতে দেখে। পরে সে স্থানীয় লোকজনকে ডেকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৫] এ ব্যাপারে রামপুর ইউপি পরিষদের মেম্বার মো: এনায়েত উল্যাহ জানান, এটি একটি খুনের ঘটনা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছেনা। পুলিশি তদন্তে বেরিয়ে আসতে পারে ঘটনার মূল রহস্য। তবে পারিবারিক কলহ ছিল বলে তিনি জানান।

[৬] এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরিফুর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়