রাশিদ রিয়াজ : ‘কার্ভি’ মডেল ইউডোক্সি ইয়াও’এর স্বামী সঙ্গীত শিল্পী গ্রান্ড পি তার আকারের অর্ধেক। তাতে কি! বনিবনা হলে আকার কোনো বিষয় নয় বলেছেন ইউডোক্সি। তারা তাদের জীবন নিয়ে ইনস্টাগ্রামে কথা বলেন। ডেইলি স্টার ইউকে তাদের নিয়ে এক প্রতিবেদন করেছে যেখানে আইভরি কোস্টের মডেল ইউডোক্সি বলেছেন গিনির গ্রান্ড পি’র সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন। মডেল তারকা বলেন আমরা সুখী এবং জীবনে এটিই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন দেয়ার জন্যে। শরীর কখনো সম্পর্ক নির্ধারণে আমাদের মধ্যে বাধা সৃষ্টি করে না। তাদের জীবনে শুভ কামনা করে অনেকে ইনস্টাগ্রামে লাইক দিয়েছেন।
গ্রান্ড পি’র আসল নাম হচ্ছে মৌজা সান্ডানিয়ানা কাবা। এই জুটি বিয়ের পরিকল্পনা করছেন। প্রোগেরিয়া জটিলতায় জন্মগতভাবেই গ্রান্ড পি জেনেটিক ডিসঅর্ডারে ভুগছেন। এর ফলে তিনি খর্বাকৃতির রয়ে গেছেন। কেউ কেউ বলছেন জনসমক্ষে স্টান্টবাজির জন্যেই তারা জুটি সেজেছেন। কিন্তু তারা তা অস্বীকার করেন।