মনিরুল ইসলাম:[২] কোভিড-১৯ এর কারণে সংসদীয় কমিটির বৈঠক অনিয়মিত হয়ে পড়েছিলো। স্থবির ছিলো এর কিছুটা কার্যক্রম। প্রতিমাসে অন্ততঃ ১টি করে বৈঠক বসার কথা থাকলেও তা ছিল অনিয়মিত। তবে আগষ্ট মাস থেকে নিয়ম মেনে প্রতিমাসে অন্ততঃ ১টি করে বৈঠক অনুষ্ঠিত হবার উদ্যোগ চলছে। কার্যপ্রণালী বিধি মেনেই সংসদীয় বৈঠকের নিয়মিত কার্যক্রম বাড়ানো হচ্ছে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে।
তবে সংসদীয় বৈঠকে যেসব সুপারিশ করা হয় তা বাস্তবতা দ্রুত গতি পাচ্ছে না বলে জানা গেছে।
[৩] এদিকে, কার্যপ্রণালীবিধিতে প্রতিমাসে ১টি করে বৈঠক অনুষ্ঠানের বিধান থাকলেও না বসলে কোন সাংবিধানিক সমস্যা হবে কি না তা বলা নেই। কি হবে তারও উল্লেখ নেই। তা জানালেন সংসদ সচিবালয়ের আইন প্রনয়ণ শাখার উপসচিব মো নাজমুল হক।
[৪] তিনি বলেন, কোভিড-১৯ এর পরিস্থিতিতে অনাকাঙ্কিত ঘটনা এড়াতে এতোদিন বৈঠক না হলেও সব ধরণের স্বাস্থ্য সুরক্ষা মেনে সর্তকতার সাথে এখন সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে কোভিড-১৯ এর ভয়াবহতার মধ্যেও ২/১টি যেমম নৌ-পরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
[৫] চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কাছে সুপারিশ বাস্তবায়ন ও বৈঠক সর্ম্পকে জানতে চাইলে বলেন, কমিটির বৈঠকে সুপারিশ বাস্তবায়নে কিছুটা ঘাটতি থাকতে পারে। এখন করোনাকাল চলছে। সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যেসব সুপারিশ করছে তা কতোগুলো মানা বা হচ্ছে না তা পরবর্তী বৈঠকে আলোচনা করে ঠিক করা হয়।
তিনি বলেন, করোনার কারণে সংসদীয় কমিটির কার্যক্রমে কিছুটা স্থবিরতা আসলেও সামনে কমিটির নিয়মিত কার্যক্রম আরও বাড়বে। গতি পাবে সুপারিশ বাস্তবতা আমি আশা করি।
[৬] অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো শহীদুজ্জামান সরকারও বলেন, সুপারিশ বাস্তবায়নে কিছুটা জটিলতা আছে। সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব যিনি তার দায়িত্ব হচ্ছে বাস্তবায়নে খেয়াল রাখা। তবে সুপারিশ বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরাও খেয়াল রাখছি।
[৭] তিনি বলেন, সব ব্যাপারে মনিটরিং সেভাবে করা সম্ভবও হয় না। কিছু কিছু ব্যাপারে মনিটরিং থাকে।
[৮] আগষ্ট মাসে সংসদীয় কমিটির বৈঠক বেড়েছে। সেপ্টেম্বর মাসে তা আরও বাড়তে থাকে। গত বৃহস্পতিবার একই দিনে ৩টি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
[৯] এরআগে গত ১০ আগষ্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট ২টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই ২টি মন্ত্রণালয় হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১২তম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ৬ষ্ঠ বৈঠক । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকার, আল বদর আল শামসদের তালিকা প্রনয়নের জন্য একটি উপকমিটি গঠিত হয়। এরা রাজাকার, আলবদর ও আল শামসদের তালিকা প্রকাশ করবে।
[১০] গত ১৬ জুলাই নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। অনুষ্ঠিত হয়। তবে মে মাসে প্রায় টানা ৪৫ দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির বৈঠক বসেছিলো।
[১১] অন্যদিকে, গত ২৪ জুন ও ২৮ জুন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক হয়। ওই ২ বৈঠকে বিলের ওপর যে সুপারিশ আনা হয় তা মেনে ৮ জুলাই পাস হয় ভার্চুয়াল আদালত বিলটি।
[১২] জানা গেছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ৫০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে মাত্র ৩টি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।