শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাবি ও বুয়েট

শরীফ শাওন: [২] এর আগে ঢাবি স্থান পেলেও এবারই প্রথম দুটি প্রতিষ্ঠনের নাম একত্রে তালিকাতে এসেছে।

[৩] বুধবার প্রকাশিত এ তালিকায় উভয় প্রতিষ্ঠানের অবস্থান এক হাজারের পর। বাংলাদেশ থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকাভুক্তির আবেদন করলে বিভিন্ন বিবেচনায় ঢাবি ও বুয়েট তালিকায় স্থান পায়।

[৪] টাইমস হায়ার এডুকেশন-এর র‌্যাংকিং এডিটর এলি বোথওয়েল বলেন, আমরা যেমন দেখছি, বাংলাদেশের প্রতিষ্ঠান দুটির অবস্থান খুবই নিচে। বিভিন্ন কারণে গবেষণাসহ বিনিয়োগের অভাবে তারা ভিন্ন অবস্থান তৈরি করতে পারেনি।

[৫] ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী না থাকা ও গবেষণায় ঘাটতি থাকার বিষয় দুটির কারণে আমরা কম পয়েন্ট পেয়ে থাকি। বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ও সুযোগ সুবিধা রাখতে হয়, যা রাতারাতি করা সম্ভব না। তবে আমরা সে লক্ষ্যে কাজ করব।

[৬] শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, র‌্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে পাঠদান করে থাকে। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালগুলোর শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনা করে সরকারের ফান্ড থেকে অর্থের ব্যবস্থা করা হয়। তাই র‌্যাংকিংয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মৌলিক পার্থক্য রয়েছে।

[৭] তালিকা অনুযায়ী পঞ্চমবারের মত প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে স্ট্যানফোড ও তৃতীয় স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়