শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক নারী ভাইস চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, মামলায় দু‘মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

জুলফিকার আমীন : [২] মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান শোভা রানী মজুমদার (৫০) কে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামিরা দু‘মাসেও গ্রেপ্তার হয়নি। গত ২ জুলাই রাত ৯ টার দিকে বসত ঘর থেকে রান্না ঘরে যাওয়ার উদ্যত হয়ে দরজা খোলার সাথে সাথে শোভা রানী মজুমদারের গলার চেইন ছিনিয়ে নেয়।

[৩] পরে এলোপাথারি কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়ে যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়িরা। এ ঘটনায় তিনি ৫ জুলাই ইসমাইল হাওলাদার (২২) ও তার পিতা রত্তন হাওলাদার (৫০) সহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

[৪] খোঁজ নিয়ে জানা গেছে, রত্তন হাওলাদার স্বপরিবারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। কয়েক বছর আগে এলাকাবাসি তাদেরকে এলাকাচ্যুত করেন। তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি মঠবাড়িয়া থানার এস আই শাহানাজ পারভীন ১৩০০ পিছ ইয়াবাসহ পুরো পরিবারকে গ্রেপ্তার করে।

[৫] ডিবি পুলিশের এস আই দোলোয়ার জানান, বিভিন্ন সময় চোরাইমাল ও ১ কেজি গাঁজাসহ রত্তনের ছেলে কালামকে প্রথম গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফায় তাদের ১০ কেজি গাঁজা, ২শ পিছ ইয়াবা, তৃতীয় দফায় ৫ পিছ ইয়াবা ও নগদ ৩২ হাজার টাকা। শেষবার ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

[৬] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তার পুলিশি অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়