শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক নারী ভাইস চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, মামলায় দু‘মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

জুলফিকার আমীন : [২] মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান শোভা রানী মজুমদার (৫০) কে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামিরা দু‘মাসেও গ্রেপ্তার হয়নি। গত ২ জুলাই রাত ৯ টার দিকে বসত ঘর থেকে রান্না ঘরে যাওয়ার উদ্যত হয়ে দরজা খোলার সাথে সাথে শোভা রানী মজুমদারের গলার চেইন ছিনিয়ে নেয়।

[৩] পরে এলোপাথারি কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়ে যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়িরা। এ ঘটনায় তিনি ৫ জুলাই ইসমাইল হাওলাদার (২২) ও তার পিতা রত্তন হাওলাদার (৫০) সহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

[৪] খোঁজ নিয়ে জানা গেছে, রত্তন হাওলাদার স্বপরিবারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। কয়েক বছর আগে এলাকাবাসি তাদেরকে এলাকাচ্যুত করেন। তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি মঠবাড়িয়া থানার এস আই শাহানাজ পারভীন ১৩০০ পিছ ইয়াবাসহ পুরো পরিবারকে গ্রেপ্তার করে।

[৫] ডিবি পুলিশের এস আই দোলোয়ার জানান, বিভিন্ন সময় চোরাইমাল ও ১ কেজি গাঁজাসহ রত্তনের ছেলে কালামকে প্রথম গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফায় তাদের ১০ কেজি গাঁজা, ২শ পিছ ইয়াবা, তৃতীয় দফায় ৫ পিছ ইয়াবা ও নগদ ৩২ হাজার টাকা। শেষবার ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

[৬] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তার পুলিশি অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়