শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মডেল ও অভিনেত্রী অ্যানী খান আবারও কাজে ফিরছেন

ইমরুল শাহেদ : ধর্মীয় কারণে ঘোষণা দিয়ে মিডিয়া ছেড়ে দেওয়া মডেল ও অভিনেত্রী এ্যানী খান সম্প্রতি হাসান জাহাঙ্গীর পরিচালিত ধারাবাহিক চাপাবাজ’র শুটিং করেছেন।

হাসান জাহাঙ্গীর জানান, তার নাটকের অসমাপ্ত কাজটাই তিনি শেষ করে দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন, কোভিড মহামারী শেষ হয়ে যাওয়ার পর এ্যানী খান গ্ল্যামার জগতে আবারও নিয়মিত হবেন। কিন্তু এ ব্যাপারে এ্যানী খানের কোনো বক্তব্য পাওয়া না গেলেও হাসান জাহাঙ্গীরের দৃঢ় মন্তব্য থেকে তা আপাতত বিশ্বাস করা যেতে পারে। তিনি মডেল অভিনেত্রী সুজানা জাফরের পর ঘোষণা দিয়েই মিডিয়া জগত ছেড়ে দিয়েছিলেন।

এর আগে অনেক ভালোমন্দ জীবন যাপন করার পর মিডিয়া জগত ছেড়ে দেন অভিনেত্রী নওশীন। তিনি এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছেন। বাস করছেন যুক্তরাষ্ট্রে। তারও আগে ধর্মকে আকড়ে ধরে চিত্রজগত ছেড়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। তিনিও যুক্তরাষ্ট্রেই বাস করছেন। বডিউডের কিশোরী অভিনেত্রী জায়রা ওয়াসিমও অনেক সম্ভাবনাকে পাশে ঠেলে ধর্মীয় কারণেই ঝলমলে গ্ল্যামার জগত থেকে বিদায় নেন। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করা এ্যানী খান ২৩ বছর পর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন।

তিনি ফেসবুক লাইভে এসে বলেন, ‘এক বছর আগে থেকেই মনে হচ্ছিল, মিডিয়া থেকে দূরে সরে যাবো। চলতি বছরের জানুয়ারির ২৬ তারিখ থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর তো করোনায় সবকিছু বন্ধ হলো। কারও দ্বারা প্রভাবিত হয়ে নয় - এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।’

শাবানা চিত্রজগত ছেড়েছেন যখন তার হাতে কোনো কাজ ছিল না। পরে ফিরে এসে তিনি একটি ছবিও প্রযোজনা করেছেন। সে ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। উল্লেখ করার বিষয় হলো, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুজ্জামানসহ অনেকেই একাধিকবার করে ওমরাহ হজসহ হজ পালন করেছেন। তারা ফিরে আবারও আগের পেশায় যুক্ত হয়েছেন। তারা কখনোই ধর্ম ও পেশাকে একত্র করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়