সিরাজুল ইসলাম: [২] হাইনান চেংজিয়াং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফেস ২ এবং ঝিজিয়াং সান’আও পরমাণু বিদুৎ কেন্দ্রের ফেস ১ অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বুধবার বিকালে রাষ্ট্রীয় রেডিওর খবরে এ তথ্য জানানো হয়। চীন ২০৩০ সাল নাগাদ পরমাণু বোমা দ্বিগুণ করবে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরদিনই এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিলো বেইজিং। রয়টার্স
[৩] গত বছর সাডং, ফুজিয়ান ও গুয়াডং প্রদেশে নতুন তিনটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করে চীন। রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ডেইলির খবরে বলা হয়, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীন ৬ থেকে ৮টি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এ সময় দেশটি ৭০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াবে। মে মাসের শেষ থেকে জুলাই পর্যন্ত তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ৪৩.৫ শতাংশ বাড়াতে চায়।
[৪] এ বছরের শেষ দিতে চীনের পরমাণু বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে ৫২ গিগাওয়াট। তাদের লক্ষ্যমাত্রা ছিলো ৫৮ গিগাওয়াট। কিছু সমস্যার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। ২০৩৫ সাল নাগাদ দেশটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাৎন করতে চায়।