দুর্গাপুর প্রতিনিধি: [২] ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদরের মধ্যবাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে ৫০ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ওই সব প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
[৩] দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ফারজানা খানম এ অভিযানের নেতৃত্ব দেন।
[৪] এ সময় তিনি জানান, অভিযানের সময় মধ্য বাজারের পান-সুপারি ব্যবসায়ি মঞ্জু মিয়ার গোডাউন থেকে নিষিদ্ধ ঘোষিত ৪০ মন পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে তার পাশের মনোহরী ব্যাবসায়ি জীবন পাল ও কসমেটিক ব্যবসায়ী রনি মিয়ার দোকানে অভিযান পরিচালনা করে আরো ১০ মন পলিথিন জব্দ করা হয়। তাদের দুই জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
[৫] এ দিকে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জব্দকৃত পলিথিনের বিষয়ে জানান, দুর্গাপুরের জব্দকৃত পলিথিনগুলো সরকারের সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্টের মৈত্রী শিল্পে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী