ইসমাঈল ইমু : [২] মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলী করা হয়।
[৩] বদলীকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যান ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তিকে লালবাগ জোন, স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ আহসানকে পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোল ও পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোল এর সহকারী পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনকে কল্যান ও ফোর্স বিভাগে বদলী করা হয়েছে।
[৪] এদিকে ডিএমপির শাহবাগ থানার ওসি মো. আবুল হাসানকে ওসি গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুনকে ওসি শাহবাগ থানা হিসেবে বদলী করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ