ফরহাদ আমিন: [২] অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো.রাশেদ খান হত্যা মামলায় চার দফায় ১৫দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছে আদালত।
[৩] মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ওসি প্রদীপকে র্যাবের হেফাজত থেকে কক্সবাজার আদালতে আনা হয়।ওখানে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা।
[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম বলেন,১৫ দিনের রিমান্ডেও সাবেক ওসি প্রদীপ কুমার দাশ স্বীকারোক্তি দেয়নি।আর রিমান্ড চাওয়ার আইনগত সুযোগ নেই।তাই নিয়ম মতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
[৫] উল্লেখ্য,এর আগে আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এরপর সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরো সাত দিনের রিমান্ড চেয়েছিল র্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরো চার দিনের আবেদন করা হলে গত শুক্রবার (২৮আগস্ট)আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[৬] এর মধ্যে লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। একই সঙ্গে এপিবিএনের তিন পুলিশ সদস্য পৃথকভাবে গত বুধবার ও বৃহস্পতিবার আদালতে১৬৪ ধারা মতে জবানবন্দি দেন।মঙ্গলবার পুলিশের মামলার ৩ সাক্ষীকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। সম্পাদনা: জেরিন আহমেদ