জোহরুল ইসলাম : [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মদের সভাপতিত্বে অনুষ্টিত বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
[৩] এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু,ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান সহ প্রমুখ।
[৪] পরে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২/২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।
[৫] অনুষ্টানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।সম্পাদনা : জেরিন আহমেদ