ফাহমিদা নবী: শান্তি খোঁজা আর সংগ্রামের ব্যাপক চিত্র যদি এক গতিতে স্হির থাকতো তবে মানুষ শুধু সমঝোতার সাথে শান্তির পতাকা উড়াতে
বেশী সাচ্ছান্দ্য বোধ করতো। কিন্তু ঝামেলা হলো যে যন্ত্রনা তৈরী করে এবং কষ্টে ফ্যালে তখন সংগ্রামের পথচলা খুবই কঠিন যার যার তার তার মতোন!
বলা সহজ শান্তি খোঁজো। কিন্তু শান্তির জন্য স্বস্তির অবস্হান তৈরী করার পথটা খুব কঠিন এবং ভীষণ জরুরী। এই তিন ধরনকে মানে শান্তি , সংগ্রাম এবং শত্রুর ধূর্ততাকে নিয়ে যাদের পথচলা ,তাদের হেসে সাহসী পথ চলা এবং বারবার নিজেকে যোগ্য করে তোলা ছাড়া আর কোন পথই নাই।
হাসিমুখে যোদ্ধার পোষাক তাদের গাঁয়ে নিয়েই চলতেই হয়.....স্বস্তির জন্য শান্তি তো পরের কথা.....!
করোনা কালে একটা সত্য খুবই স্পষ্ট ...তা হলো
১.মন্দ মানুষ আরো মন্দ হচ্ছে।
২.মধ্যদল যারা মন্দ এবং একটু ভালো তারা দ্বিধাদ্বন্দে ..লোভী হবে কি হবেনা!???
৩.ভালো মানুষ অনেক বেশী বিবেচক এবং ভালো হতে চেষ্টা করছে।
যুগে যুগে অবশ্য এমনটাই হয়ে আসছে.....
ভালো বিষয়কে গ্রহন করার সাহস সবার থাকেনা, যাদের নাই তাদের দিনশেষে কি হবে বলতে পারছিনা।
বাকিটা সময়ের অপেক্ষা অনুধাবনের রাস্তার ট্রেনটা ধরবে কিনা....!? ফেসবুক থেকে