শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ: দাম ৬ হাজার ৬০০ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার রোববার ভোরের দিকে জাল ফেলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায়। সকাল নয়টার কিছু আগে জাল তুলে দুটি ইলিশ পান। একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম।

[৩] দৌলতদিয়া ঘাটে কেছমত মোল্লার আড়তে মাছ দুটি নিলামে তোলা হয়। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি তিনি কেনেন ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কেনেন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১ হাজার ৬৯০ টাকায়।

[৪] চান্দু মোল্লা বলেন, এর আগে এ মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিলো। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিগত দু-তিন বছরে আমি দেখিনি বা কিনতেও পারিনি। মাছটি কিনে ঢাকায় পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করতে থাকি। মুহূর্তের মধ্যে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দিই। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি করে ফেলেছি।

[৫] গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে দুই কেজি ওজনের পাওয়া যায়নি বলে জানি। আজই প্রথম জানতে পারলাম ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কথা। তবে আমার ধারণা, এ মৌসুমে এ রকম বড় পদ্মার ইলিশ আরও পাওয়ার সম্ভাবনা আছে। পদ্মা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়