শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের আশ্বাস জেলা প্রশাসকের

আল আমীন : [২] ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় আকস্মিক ভেঙ্গে পড়ার খবর পেয়ে ছুটে যান জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সেই সাথে বসতবাড়ি ও মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পূর্ণবাসনের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন ।

[৩] গতকাল শনিবার সদর উপজেলার অষ্টধার ও কুষ্টিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারের লোকজনদের সাথে কথা বলেছে ময়মনসিংহ জেলার ডিসি (জেলা প্রশাসক) মিজানুর রহমান।

[৪] বন্যা কেড়ে নিয়েছে তাদের শেষ সম্ভল ভিটে-মাটি। নদীর ভাঙনের ফলে বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে পড়ে অসংখ্য পরিবার। বন্যার পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। শেষ সম্বল পৈত্রিক ভিটে বন্যার ভাঙ্গনের শিকার হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ফুটপাতে ও স্বজনদের বাড়িতে।

[৫] অষ্টধার ইউনিয়নের সেনেরচর ও ঝাপারকান্দা গ্রামের নদে ভাঙ্গন কবলিত জায়গা পরিদর্শন ও এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন,মানুষের এই দুরবস্থা দেখে জেলা প্রশাসক ইউনিয়নের সমস্যা গুলি দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হাসান মুক্তাসহ প্রমুখ। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়