শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের আশ্বাস জেলা প্রশাসকের

আল আমীন : [২] ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় আকস্মিক ভেঙ্গে পড়ার খবর পেয়ে ছুটে যান জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সেই সাথে বসতবাড়ি ও মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পূর্ণবাসনের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন ।

[৩] গতকাল শনিবার সদর উপজেলার অষ্টধার ও কুষ্টিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারের লোকজনদের সাথে কথা বলেছে ময়মনসিংহ জেলার ডিসি (জেলা প্রশাসক) মিজানুর রহমান।

[৪] বন্যা কেড়ে নিয়েছে তাদের শেষ সম্ভল ভিটে-মাটি। নদীর ভাঙনের ফলে বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে পড়ে অসংখ্য পরিবার। বন্যার পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। শেষ সম্বল পৈত্রিক ভিটে বন্যার ভাঙ্গনের শিকার হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ফুটপাতে ও স্বজনদের বাড়িতে।

[৫] অষ্টধার ইউনিয়নের সেনেরচর ও ঝাপারকান্দা গ্রামের নদে ভাঙ্গন কবলিত জায়গা পরিদর্শন ও এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন,মানুষের এই দুরবস্থা দেখে জেলা প্রশাসক ইউনিয়নের সমস্যা গুলি দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হাসান মুক্তাসহ প্রমুখ। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়