শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় জ্বালানি মন্ত্রণালয়ের ভুয়া উপসচিব গ্রেপ্তার

অমল তালুকদার : [২] গাড়িতে ব্যবহার করতেন তিনি জাতীয় পতাকা! সচিব পরিচয় দিয়ে ভূমিদস্যুতা, মামলার তদবির বাণিজ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে। অভিযোগ আছে, পাথরঘাটা থানার সাবেক এক ওসিকে মিথ্যা জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে তিনি ঢাকায় নিয়ে বিলাসবহুল গাড়িতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করান। কিন্তু তারও তখন তাকে সন্দেহ হলেও কিছু বলতে পারেননি।

[৩] শনিবার বরগুনা পুলিশ সুপারের কাছে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব (ভুয়া) পরিচয় দিয়ে গ্রেপ্তার হোন পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের সাইফুল্লাহ মাহমুদ দুলাল। পিতা মৃত সুলতান হাওলাদার ।গ্রাম দক্ষিণ জ্ঞানপাড়া ,৩ নং চরদুয়ানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।

[৪] জানা গেছে শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন। এরপর পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেন। একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। দুলাল এর পুরো নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল। সে এর আগে বরিশাল বিভাগ সহ বিভিন্ন জায়গায় সচিব পরিচয় দিয়ে বিভিন্ন তদবির করেছে এবং অনৈতিক উপায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

[৫] চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ি এলাকার বাসিন্দা সমাজসেবক আব্দুল কুদ্দুস মিয়া বলেন, দুলালের বিরুদ্ধে সচিব পরিচয় দেয়ার বিষয়টি আমরাও শুনেছি। আমরাও জানি সে ভুয়া সচিব পরিচয় দিয়ে এলাকার একটি সংঘবদ্ধ মাদক চক্রের সাথে আঁতাত করে ভূমিদস্যুতা করে যাচ্ছিলেন ঢাকায় বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে যাচ্ছিলেন ।নিজ এলাকাতেও তার প্রভাব বিস্তার করে যাচ্ছিলেন ওই দুলাল।

[৬] ভুয়া ওই সচিব দুলালের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া গেছে, সে পাথরঘাটা পৌরশহরের ৪ নং ওয়ার্ডে তাসলিমা মেনশন নামে একটি ব্যয়বহুল বাড়ি করেছে অবৈধ অর্থ দিয়ে।

[৭] অনুসন্ধানে জানা যায়, তিনি যখন এলাকায় ঢুকতেন সাদা একটি গাড়িতে ;ওই গাড়িটিতে (ঢাকা মেট্রো গ ৩৯৮৮)জাতীয় পতাকা ব্যবহার করা হতো। যাতে এলাকাবাসী তাকে সচিব পদমর্যাদার ভিআইপি (!)এই বিষয়টি বিশ্বাস করাতে পারেন। সে কারণেই দুলালের এই কৌশল বলে এলাকাবাসীর ধারণা। জাতীয় পতাকা উড়িয়ে তিনি এলাকায় বীরদর্পে ঘোরাফেরা করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

[৮] প্রতারক দুলালের বিরুদ্ধে এরিপোর্ট তৈরীকালে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে এবং বরগুনা ডিবি পুলিশ তার প্রতারণায় ব্যবহৃত ওই সাদা গাড়িটিও জব্দ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পাদনা: আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়